সেই অটোচালককে কত টাকা পুরস্কার দিলেন নবাবপুত্র?

অভিনেতা সাইফ আলী খান ও অটোচালক ভজন সিং রানা
অভিনেতা সাইফ আলী খান ও অটোচালক ভজন সিং রানা  © সংগৃহীত

খ্যাতিমান অভিনেতা সাইফ আলী খানের বাসায় পার্কিংয়ে ছিল কয়েকটি গাড়ি। তবে সেদিন রাতে গাড়ি চালানোর মতো কেউ ছিলেন না। অগ্যতা মধ্যরাতে অটোরিকশায় চড়ে লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন মারাত্মক আহত এই নায়ক। সঙ্গে ছিল ৮ বছর বয়সী সন্তান তৈমুর। অভিনেতাকে শুধু দ্রুততার সঙ্গে হাসপাতালেই পৌঁছে দেননি, ভাড়াও চাননি অটোচালক ভজন সিং রানা। অভিনেতার জীবন বাঁচিয়ে প্রশংসার পাশাপাশি এবার পুরস্কার পেয়েছেন ভজন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বলিউড অভিনেতা সাইফ আলি খান সেই অটোচালককে বুকে জড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাকে ৫০ হাজার রুপিও তুলে দেন। খবর এনডিটিভির।

প্রায় পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পরে সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাইফ আলি। তবে বাড়ি ফেরার আগে হাসপাতালে সেই অটোচালককে ডেকে নেন সাইফ আলি খান ও তার পরিবার। ভজনকে ডেকে নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন নবাবপুত্র। হাতে তুলে দেন ৫০ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুরও। তিনিও মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ছেলের প্রাণ বাঁচানো অটোচালককে।

সাইফের সঙ্গে সাক্ষাতের পর ভজন ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, তারা আমাকে বিকেল সাড়ে ৩টা নাগাদ হাসপাতালে আসতে বলেছিল। আমি বলি, ঠিক আছে, পৌঁছে যাব। তবে হাসপাতালে পৌঁছাতে একটু দেরিই করে ফেলেছিলাম, প্রায় ৪-৫ মিনিট। তবুও সেখানে গিয়ে সাইফ আলি খানের সঙ্গে দেখা করলাম।

ভগন বলেন, যখন ভিতরে ঢুকলাম, দেখলাম তার পরিবারও সেখানে ছিল। সবাই চিন্তিত ছিল, কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। সাইফ আলি খানের মা এবং সন্তানেরাও উপস্থিত ছিল সেখানে। তাদের তরফ থেকে আমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে। 

ভজন আরো বলেন, এই যে আমাকে আজ আমন্ত্রণ জানানো হলো, খুব ভালো লেগেছে। বিশেষ কিছুই না, শুধু দেখা করার জন্য এই আমন্ত্রণ। আমি সাইফ আলি খানকে বললাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি আগেও আপনার জন্য প্রার্থনা করেছি, সবসময় সেই প্রার্থনা করে যাব।


সর্বশেষ সংবাদ