না ফেরার দেশে পাড়ি জমালেন চিত্রনায়িকা অঞ্জনা

অঞ্জনা রহমান
অঞ্জনা রহমান  © সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল ৬০ বছর। 

অঞ্জনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি জানান, শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এফডিসিতে অঞ্জনার জানাজা হবে।

জানা গেছে, জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু অঞ্জনার। এই সিনেমার পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। একে একে অভিনয় করেছেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার, জিঞ্জির, অংশীদার,আনারকলি, বিচারপতি, আলাদীন আলীবাবা সিন্দাবাদ, অভিযান, মহান, রাজার রাজা, বিস্ফোরণ, ফুলেশ্বরী, রাম রহিম জন, নাগিনা, পরীণিতা ইত্যাদি বানিজ্যিক সফল সিনেমায়। 

অঞ্জনা নাচের গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এক সাক্ষাতকারে অঞ্জনা জানিয়েছিলেন, বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন ৯টি দেশের ১৩টি ভাষার সিনেমায়।

অভিনয়ের জন্য অঞ্জনা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক এবং বাচসাস পুরস্কারের মতো বিভিন্ন সম্মাননা। নৃত্যশিল্পী হিসেবেও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা অর্জন করেছেন। 'পরিণীতা' এবং 'গাঙচিল' ছবিতে অভিনয়ের জন্য তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। অঞ্জনা বিয়ে করেছিলেন পরিচালক আজিজুর রহমান বুলিকে, তবে পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence