জীবনের প্রথম ক্রাশের নাম জানালেন পরীমণি

০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
পরীমণি

পরীমণি © সংগৃহীত

ঢাকাই চিত্রনায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত হলেন পরীমণি। তার ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। অন্যরা ব্যক্তিজীবন আড়ালের নীতি অনুসরণ করলেও পরীমণিকে ভিন্ন নীতিতে দেখায় যায়। অনুরাগীদের কাছে নিজেকে নিয়ে তেমন কিছু আড়াল করেন না। সামাজিক মাধ্যমে এসেও ভক্তদের সাথে নানান অনুভূতির কথা ভাগাভাগি করে নেন তিনি।

এবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পরী জানালেন তার জীবনের সবকিছু প্রথম নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত। এ সময় পরীর কাছে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানান কিছু জিজ্ঞাসা করা হয়। প্রায় সব প্রশ্নের উত্তর তখন অকপটে দেন পরীমণি। 

পরী জানান, জীবনের প্রথম দিনে অনেক খারাপ কিছু হলে তার কোনো আবেগ কাজ করে না, তবে যদি দারুণ কিছু হয় তাহলে সেটা সারাজীবন থেকে যায়।

জেলজীবনের অভিজ্ঞতা যার জন্য লিখে রেখেছেন পরীমণি

প্রথম ক্রাশ কে, জবাবে পরী বলেন, ‘ক্রাশ! রণিত রায়।’ বলে রাখা ভালো, পরীমণি সেই রণিত রায়ের কথাই হয়তো উল্লেখ করেছেন, যিনি একজন ভারতীয় অভিনেতা। ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবেও যার পরিচিতি রয়েছে।

এরপর প্রথম প্রেম কবে এসেছিল, জানতে চাওয়া হলে পরী বলেন, ‘২০১৪!’ এ সময় পরীর বয়স কত ছিল, এ প্রসঙ্গ এড়িয়ে যান। বলেন, ‘এটা তো হিসেব করে বলতে হবে।’ সিনেমায় আসার পর প্রেম হয়েছে কি না, উত্তরে পরিমণী বলেন, ‘ওই কাছাকাছি সময়ে আরকি।’ সাক্ষাৎকারে আরও জানান, তার জীবনের প্রথম আয় ছিল ২১ হাজার টাকা।

যখন প্রথম ছবি মুক্তি হয়, তখনকার অনুভূতি নিয়ে পরী বলেন, ‘ওইটা একটা অন্যরকম জোশ। আমি তখন আউটডোরে ছিলাম, একটা সিনেমার শ্যুটিংয়ে, আমার কো আর্টিস্ট ছিলেন শাকিব খান। এরপরে ওই সময়, ওই সেটে থাকাকালীন আমার সিনেমা রিলিজ হয়। তখন শাকিব খান জিজ্ঞাসা করেন, কেমন লাগে, হিরোইন? আজকে থেকে হিরোইন’ -হাসতে হাসতে বললেন পরী।

পরীমণি আরও বলেন, ‘তখন হার্টবিটটা বেড়ে গিয়েছিল, কবে নিজেকে বড় পর্দায় দেখব, কবে ঢাকায় আসব! সব মিলিয়ে একরকম ভালোলাগা, একরকম এক্সাইটমেন্ট, একরকম নার্ভাসনেস, এইতো!’

লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম পূর…
  • ২০ জানুয়ারি ২০২৬
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বাড়িতে ‘অবরুদ্ধ’ জামায়াত প্রার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের রিটের শুনানি আগামীকাল
  • ২০ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু শিগগিরই: র‍্যাব ম…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, করবেন যেভাবে 
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9