ঈদুল আজহা মুক্তির অপেক্ষায় কিছু চমকপ্রদ বাংলা নাটক

  © সংগৃহীত

বিশেষ দিবসগুলোর মতো ঈদের মৌসুমে বাংলাদেশের নাট্যাঙ্গন তার সেরা আকর্ষণগুলো মেলে ধরে। এবারের কুরবানী ঈদে যে নাটকগুলো দর্শকপ্রিয়তা পাওয়ার অপেক্ষায়

মাস্তান

ছোট পর্দার জনপ্রিয় তারকা মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টিকে নিয়ে রুবেল আনুশ নির্মাণ করেছেন ‘মাস্তান’। নাটকের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে রয়েছেন আব্রাহাম তামিম।

এখানে ‘মাস্তান’ মূলত একটি গরুর নাম। মূল গল্প হলো- এই গৃহপালিত প্রাণীকে নিয়ে হলেও এখানে আছে প্রেম ও বিরহ।

মুশফিক-বৃষ্টি জুটির ছাড়াও নাটকের শ্রেষ্ঠাংশে রয়েছেন মনিরা মিঠু ও সমু চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

মাকড়সা

এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো ছোট পর্দায় জুটি হলেন সাবিলা নূর ও শ্যামল মাওলা। পরস্পরের প্রতি খুবই যত্নশীল এক দম্পতির গল্প দিয়েই ঘটে কাহিনির সূত্রপাত। কিন্তু অদ্ভূতভাবে একটি সুখবরের উপর ভিত্তি করে তাদের জীবন এক ভয়াবহ মোড় নেয়।

রেবেকা সুলতানা কেয়ার গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন উদীয়মান নাট্য নির্মাতা রাগিব রায়হান পিয়াল।

রাত বাকি

সাবিলা নূরের আরও একটি নাটক এবার ভক্তদের হৈচৈয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেটা হচ্ছে মুরসালিন শুভর ‘রাত বাকি’।

এখানে সাবিলার বিপরীতে দেখা যাবে এইচবিও অরিজিনাল সিরিজ ‘ইনভিজিবল স্টোরিস’- খ্যাত অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপকে।

ভেতরে বাহিরে

স্বনামধন্য নাট্য নির্দেশক মিজানুর রহমান আরিয়ানের ত্রিভুজ প্রেমের গল্প ‘ভেতরে বাহিরে’। প্রধান চরিত্রে দেখা যাবে জোভান আহমেদ, তানজিম সাইয়ারা তটিনী ও জুনায়েদ বোগদাদী।

নতুন হলেও খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তটিনী ও জুনায়েদ। তাই প্রতিষ্ঠিত অভিনেতা জোভানের সঙ্গে এই দুই উদীয়মান তারকার মিথস্ক্রিয়া দেখতে মুখিয়ে আছেন নাট্যপ্রেমীরা।

নূর

মুশফিক আর ফারহান অভিনীত এই নাটকের বিশেষত্ব হচ্ছে ম্যাক্স নামের একটি পোষা কুকুর। এই ম্যাক্সকে নিয়েই নাটকটির গল্প। পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসার পাশাপাশি এখানে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতা। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম।

মুশফিকের প্রধান সহশিল্পী হিসেবে থাকছেন অর্চিতা স্পর্শিয়া। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটি প্রচার হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

পোকা দিয়ে পোকা ধরা

অনেক দিন পর আবারও একসঙ্গে হচ্ছেন অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু ও চঞ্চল চৌধুরী। তবে লাভলু থাকছেন ক্যামেরার পেছনে নাটকটির পরিচালনায়।

‘পোকা দিয়ে পোকা ধরা’ নাটকের মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল। আর্থিক বিনিয়োগ ও লাভের বিষয় নিয়ে গল্প লিখেছেন নাট্যকার মাসুম রেজা। নাটকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন- ওয়াহিদা মল্লিক জলি, নায়েমা আলম মাহা, রহমত আলী ও তুষার খান।

সুঁতো

টেলিফিল্ম মাঙ্কি বিজনেসের (২০১৫) পর এই প্রথম নাটকের প্রধান চরিত্র হিসেবে জুটিবদ্ধ হলেন ইরেশ যাকের ও সাবিলা নূর।

নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল রচিত নাটকটির পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম ও পার্থ।


ইচ্ছে পূরণ

হতদরিদ্র রতন ও জরির জীবন হঠাৎ একদিন আমূল পাল্টে যায়। জীবনের যাবতীয় চাওয়া-পাওয়া পূরণের এক বিরাট সুযোগ চলে আসে তাদের হাতের মুঠোয়। কিন্তু ক্রমশ বাড়তে থাকা লোভ-লালসায় তাদের এক সময়ের সাধাসিধা জীবন পরিণত হয় বিলাসবহুল নরকে। যা তারা কখনোই চায়নি। এমনি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মজুমদার সিমূল।

রতন ভূমিকায় আছেন তৌসিফ মাহবুব ও জরির চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। আফজাল নামে একটি রহস্যময় চরিত্রে দেখা যাবে বর্ষিয়ান অভিনেতা তারিক আনাম খান।

তামান ইসলাম প্রযোজিত নাটকটি প্রচার হবে বাংলাভিশন টিভি চ্যানেল ও বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে।

মন খারাপের দিন

ধার-দেনার জীবনকে একদম তুড়িতে উড়িয়ে দেওয়া ছেলেটি আদ্যোপান্ত বদলে যায় একটি মেয়ের প্রেমে পড়ার পর। শুরুটা বেশ হাস্যরসে ভরপুর থাকলেও ক্রমশ গল্পটা এগিয়ে চলে গাম্ভীর্য ও বিরহের দিকে।

পাপ্পুরাজ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন আহমেদ শুভ। নাটকের মূল চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। নাটকটি উপভোগের জন্য চোখ রাখতে হবে আরটিভি ও আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে।

সোনিয়া সিন্ড্রোম

ফারাহ সাঈদের গল্প নিয়ে রোমান্টিক এই নাটকের চিত্রনাট্য লিখেছেন অভিক চন্দ্র তালুকদার। পরিচালনায় ছিলেন জামাল মল্লিক ও শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও সাদিয়া আয়মান।

নাটকটি এবারের বাংলাভিশনের ঈদ আয়োজন হিসেবে এর টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে।

এবারের ঈদুল আজহার এই নাটকগুলো শুধু সর্বাধিক আলোচিতই নয়, এমনকি অন্যান্য নাটকগুলোর জনরাকেও প্রতিনিধিত্ব করছে। অধিকাংশগুলোই রোমান্টিক ও কমেডি ঘরানার হলেও ‘পোকা দিয়ে পোকা ধরা’ ও ‘ইচ্ছে পূরণে’ থাকবে যুগোপযোগী সামাজিক বার্তা। বর্তমান নাট্যাঙ্গনের দাপটে অভিনেত্রী সাবিলা নূরের ভক্তরা চোখ রাখবেন ‘মাকড়সা’, ‘রাত বাকি’, ও ‘সুঁতো’য়। বেশ কিছু নাটকের মধ্যে থেকে ‘মাস্তান’ ও ‘নূর’ মুগ্ধতা ছড়াবে মুশফিক আর ফারহান ভক্তদের মাঝে। মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় জোভানের ‘ভেতরে বাহিরে’ হাজারও প্রত্যাশার ইন্ধন যোগাচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘মন খারাপের দিন’ ও ‘সোনিয়া সিন্ড্রোম’ও তাদের স্বতন্ত্র অবস্থান নিশ্চিত করছে রোমান্টিক নাটকের কাতারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence