পিয়ালের মৃত্যুতে অড সিগনেচারের কার্যক্রম বন্ধ

অড সিগনেচার
অড সিগনেচার  © ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল। মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অড সিগনেচার।

শনিবার (১১ মে) সিলেট যাওয়ার পথে ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এছাড়া তাদের গাড়ির চালক সালাম স্পটেই মারা যান। দুর্ঘটনায় ব্যান্ডের অন্য সদস্যরা গুরুতর আহত হয়েছেন। 

ফেসবুক পোস্টের মাধ্যমে অড সিগনেচার জানিয়েছে, তাদের ব্যান্ডের কার্যক্রম বন্ধ থাকছে। ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, এই দুর্ঘটনায় সেটিও আটকে গেল। তবে এই শোক সামলিয়ে অড সিগনেচার কবে ফিরবে—তা এখনো জানা যায়নি।

পিয়ালের অকালপ্রয়াণে শিরোনামহীন, অ্যাশেজ, শূন্যসহ বেশ কয়েকটি ব্যান্ড শোক জানিয়েছে।

চট্টগ্রামের এক কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পিয়াল। বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও শোনা যায়।

 

সর্বশেষ সংবাদ