৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’

৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’  © সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো ৯৬ তম অস্কার আসরের সেরা সিনেমা হিসেবে ‘ওপেনহাইমার’-এর নাম ঘোষণা করা হয়েছে। গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল ‘ওপেনহেইমার’। ‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ‘ওপেনহাইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি।

বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল। ‘ওপেনহাইমার’ নির্মাণের জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছেন ক্রিস্টোফার নোলান।

সেরা নির্মাতা ক্যাটেগরিতে ক্রিস্টোফার নোলান প্রথমবারের মতো অস্কার জিতেছেন তার ওপেনহাইমার সিনেমার জন্য। সেরা নির্মাতা বিভাগে মার্টিন স্করসেজি, জাস্টিন ত্রিয়েত, জোনাথন গ্লেজার, ইয়োর্গস লান্থিমোসের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেন নোলান।

nolan oscar

সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মার্ফি হাতে। ওপেনহাইমার সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন।

ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস) ও জাফ্রি রাইট-এর (আমেরিকান ফিকশন) সাথে লড়াই করে এই পুরস্কার জিতেছেন কিলিয়ান। যদিও কিলিয়ান মার্ফিই যে অস্কার জিতবেন, তা আগেই অনুমান করা হয়েছিল।

 সেরা অভিনেতার পুরস্কার জিতলেন মারফি

আরও পড়ুন: ৯৬তম অস্কার: সেরা অভিনেতার পুরস্কার জিতলেন কিলিয়ান মারফি

সিনেমায় তিনি অভিনয় করেন জে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে যিনি ছিলেন আমেরিকার একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ম্যানহাটন প্রকল্পের লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরির পরিচালক এবং তাকে বলা হয়ে থাকে পারমাণবিক বোমার জনক। সিনেমায় নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেন কিলিয়ান মারফি।

৯৬তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। পুওর থিংস সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার। পুওর থিংস সিনেমায় একজন ব্রিটিশ নারীর চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে পুনর্জীবিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence