অস্কারের ৯৬তম আসরও ঠাঁই হয়নি বাংলাদেশের

অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)   © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে আগামী ১০ মার্চ বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৯৬তম আসর। গতকাল শুক্রবার চূড়ান্ত মনোনয়নের আগে ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। যেখানে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য টিকে আছে ১৫টি সিনেমা। এর মধ্য থেকে পাঁচটি সিনেমা অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে। 

তবে বরাবরের মতো এবারও অস্কারে ঠাঁই হয়নি বাংলাদেশের সিনেমার। বাংলাদেশ থেকে এবার মনোনয়নের জন্য মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নেই’ সিনেমাটি পাঠানো হয়েছিল। কিন্তু অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পায়নি সিনেমাটি। তবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ভূটানের সিনেমা ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’।  সিনেমাটি পরিচালনা করেছেন পাও চয়নিং দর্জি।

এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছে ‘আমেরিকেৎসি’ (আর্মেনিয়া), ‘দ্য প্রমিসড ল্যান্ড’ (ডেনমার্ক), ‘ফলেন লিভস’ (ফিনল্যান্ড), ‘দ্য টেস্ট অব থিংস’ (ফ্রান্স), ‘দ্য টিচার্স লাউঞ্জ’ (জার্মানি), ‘গডল্যান্ড’ (আইসল্যান্ড), ‘ইও ক্যাপিতানো’ (ইতালি), ‘পারফেক্ট ডেজ’ (জাপান), ‘তোতেম’ (মেক্সিকো), ‘দ্য মাদার অব অল লাইস’ (মরক্কো), ‘সোসাইটি অব দ্য স্নো’ (স্পেন), ‘ফোর ডটার্স’ (তিউনিসিয়া), ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ (ইউক্রেন) ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য)।

অপরদিকে মৌলিক সুর বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছে ‘সোসাইটি অব দ্য স্নো’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, ‘আমেরিকান ফিকশন’, ‘আমেরিকান সিম্ফোনি’, ‘বার্বি’, ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’, ‘দ্য কালার পার্পল’, ‘এলেমেন্টাল’, ‘দ্য হোল্ডওভারস’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘ওপেনহাইমার’, ‘পুয়োর থিংস’, ‘সল্টবার্ন’, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’। 

মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ড্যান্স দ্য নাইট’ (দুয়া লিপা, মার্ক রনসন, অ্যান্ড্র– ওয়ায়েট, কারোলিন আইলিন),  ‘আই’ম জাস্ট কেন’ (মার্ক রনসন, অ্যান্ড্র– ওয়ায়েট) এবং ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল)। দুটি করে গান আছে ‘দ্য কালার পার্পল’ (কিপ ইট মুভিন, সুপারপাওয়ার ওয়ান) ও ‘ফ্লোরা অ্যান্ড সান’ (হাই লাইফ, মিট ইন দ্য মিডল) সিনেমার। 

উল্লেখ্য, ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২৩ জানুয়ারি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence