আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোওই’

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোওই’
বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোওই’  © ফাইল ফটো

ইংল্যান্ডের পাইনউড স্টুডিওর অধীন লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক আয়োজনে লিফ্ট অব ফিল্মমেকার সেশন উৎসব প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছে মো. শাফিউল ইসলাম মাহীন নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোওই’ (Zowie)।  নির্মাতার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগেও তার 'কিউ' CUE নির্বাক চলচ্চিত্র এই উৎসবে নির্বাচিত হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা শাফি জানান, লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক টিম ও দায়রা পরিচালক এক ই-মেইল বার্তায় উৎসবে ‘জোওই’ নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার আসেনি ‘রেহানা মরিয়ম নূর’ এর হাতে

সিনেমাটিতে অভিনয় করেছেন ইজাজ আহমেদ ও সিহাব বিন ইসলাম। ৭ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন মোঃ শফিউল ইসলাম মাহিন, প্রযোজনা করেছেন পিউ ও রায়হান মাহমুদ।

এক কুরিয়ার বয়ের গল্প পর্দায় দেখাবে ‘জোওই’। গল্পটির প্রধান চরিত্র এবং একটি কুরিয়ার বয়। গল্প এগিয়ে চলে ওই প্রধান চরিত্র নিয়ে যে একটি অভিশপ্ত বাক্স অর্ডার করে শুধু একটি জ্বিন দেখার জন্য। গল্প চলতে থাকে এবং তা সমাপ্ত হয় ওই ছেলের মৃত্যু দিয়ে।

১৫ মে ২০২৩ থেকে ৩০ মে ২০২৩ পর্যন্ত ভিমিও অন ডিমান্ড এ প্রদর্শিত হবে 'জোওই' সিনেমাটি।


সর্বশেষ সংবাদ