ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক © সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় রম্য অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। আবার করেন ব্যবসাও। পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত দীর্ঘদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সোশ্যালে এ অভিনেতা ক্যারিয়ার, রাজনীতি ও ব্যক্তিজীবন নিয়ে মাঝে মাঝেই নিজের মতামত জানিয়ে থাকেন। মাঝে মাঝে ধর্ম নিয়েও কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (১১ মে) ভোর ৪টা ৫৫মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ ফজরের নামাজের পর নিজের ভালোলাগার কথা জানালেন সিদ্দিক।
অভিনেতা লেখেন, ‘সকালে ফজরের নামাজের পর পৃথিবীটা অন্যরকম মনে হয়। সত্যিকারে পৃথিবীকে উপভোগ করতে চাইলে প্রত্যেকটি মুসলমানকেই ফজরের নামাজ পড়তে হবে।’
তিনি আরও লেখেন, ‘তাহলে পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারবেন। আল্লাহপাক প্রতিটি মুসলমানকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন... আমিন।’
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদের ঘোষণার পর নতুন বিপদে সালসাবিল
অভিনেতার এ পোস্টটিতে অধিকাংশ নেটিজেন সহমত পোষণ করেছেন। অনেকে তার ধর্মভীরুর প্রতি ভালোবাসাও জানিয়েছেন।
অভিনেতা সিদ্দিকুর রহমান এর আগে ২০১৮ সালে টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়নপত্রও কিনেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। সেবার এই আসন থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সরকারের কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। সে কারণে সিদ্দিকের টার্গেট এবার ঢাকা-১৭। এবার তার ইচ্ছা সংসদ সদস্য হওয়া।