চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত

  © ফাইল ছবি

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে সমিতির কার্যকরি কমিটি। আজ রবিবার শিল্পী সমিতির কার্যকারি কমিটির বেঠকে শেষে সাংবাদিকদের একথা জানান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি জানান, পরে সমিতির উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হবে। 

সাইমন সাদিক বলেন, আজ আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্য পদ স্থগিত করা হলো।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কিন্তু স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয় বলে জানান অভিনেতা সাইমন। তিনি বলেন, আজকের সিদ্ধান্তের বিষয়টি আমাদের উপদেষ্টামণ্ডলী ও আইনজ্ঞদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।

এদিকে সমিতির একই বৈঠকে কার্যনির্বাহী পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সুচরিতা ও রুবেলকে। পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত হয় বলে সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence