আবারও একসঙ্গে ‘থ্রি ইডিয়টস’

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
আবারও একসঙ্গে ‘থ্রি ইডিয়টস’

আবারও একসঙ্গে ‘থ্রি ইডিয়টস’ © সংগৃহীত

নির্মাতা রাজকুমার হিরানির চৌদ্দ বছর আগের সিনেমা ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসে কেবল তুমুল ব্যবসাই করেনি, তরুণদের কাছেও তৈরি করেছিল বন্ধুত্বের নতুন সংজ্ঞা। দারুণ জনপ্রিয় ওই সিনেমায় তিন বন্ধুর চরিত্রে অভিনয় করা আমির খান, মাধবান আর শারমান যোশি এক হয়েছিলেন আবারও। 

বলিউডের এই তিন অভিনেতা চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রদের শিক্ষা জীবনের চড়াই-উতরাই ফুটিয়ে তুলেছিলেন। তিন বন্ধু রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগি দারুণ জনপ্রিয় মুক্তির এক দশক পেরিয়েও। এছাড়াও জনপ্রিয়তার তুঙ্গে ছিল ছবির ‘অল ইজ ওয়েল’ শিরোনামের গানটিও।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে যোশি লিখেছেন, তার নতুন সিনেমা ‘কনগ্রাচুলেশন’র প্রচারে ‘থ্রি ইডিয়টস’ এক হয়েছেন।

ভিডিওর শুরুতে যোশি বলেছেন, তার সিনেমা ‘কনগ্রাচুলেশন’ মুক্তি পাচ্ছে। ওই কথার মাঝেই তাকে থামিয়ে দিয়ে ভিডিওতে হাজির হন মাধবান। তার সঙ্গে কথাবার্তা সেরে আবারও যোশি কিছু একটা বলতে শুরু করলেই স্ক্রিনে ঢুকে পড়েন আমির খান। এসেই জড়িয়ে ধরেন দুই বন্ধুকে। এরপর তিনজন মেতে উঠেন খুনসুটিতে।

শেষ-মেষ বন্ধুদের জ্বালাতনে নিজের কথা বলতে না পারা যোশি বলেই ফেলেন, ‘ওদিকে চল ভাই, এখানে এরা ভিডিও বানাতে দেবে না।’

তাদের তিনজনের রসায়ন আবারও নস্টালজিক করে তোলে ভক্তদের। এদিন স্টেডিয়ামে লাল রঙা ট্র্যাক স্যুটে দেখা যায় ‘ইডিয়টদের’।

কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬