টিকটক ভিডিও নির্মাতাদের বাংলাদেশের তালিকায় শীর্ষে ‘ © ইন্টারনেট
বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ভিডিও নির্মাতাদের তালিকা প্রকাশ করেছে ভিডিও শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত কন্টেন্টের আলোকে এ তালিকা প্রকাশ করা হয়েছে। টিকটক ভিডিও নির্মাতাদের বাংলাদেশের তালিকায় শীর্ষে রয়েছেন সামিরা খান।
শীর্ষস্থানে আসার বিষয়টি বন্ধুর কাছ থেকে জেনেছেন সামিরা। তিনি বলেন, তাঁর বন্ধুও এ তালিকায় আছে। তার পাঠানো স্ত্রীন শটে এক নাম্বারে লেখা সামিরা। পরে চেক করে দেখেন এটি তিনি। এটা অবশ্যই ভালো লাগার বিষয়। সেখানে ভিডিওগুলো বেশি দেখেছেন।
সামিরা বলেন, প্ল্যাটফর্মে যখন ভালো কিছু করে স্বীকৃতি পাওয়া যায়, সেটার আনন্দ একটু বেশিই। তবে সমালোচনার জন্য প্ল্যাটফর্ম নয়, ক্রিয়েটররা দায়ী। টিকটকে ভালো-খারাপ দুই রকমের কনটেন্ট আছে। আগে বেশিরভাগ সস্তা-মানহীন হতো। তবে এখন অনেকে ভালো কাজ করছেন।
আরো পড়ুন: দেখে নিন দেশের শীর্ষ পাঁচ টিকটকার কারা
তিনি বলেন, শোবিজের অভিনেত্রীদেরও অ্যাকাউন্ট আছে। কিছু মানুষের জন্য সবাইকে মন্দ বলা ঠিক না। আগে তিনি বেশি ভিডিও বানালেও এখন কমিয়ে এনেছেন। সামিরা খান মাহির অ্যাকাউন্টে ৪৫ লাখের বেশি অনুসারী আছে। ফলো করেন ৫৭৩ জনকে। ভিডিওগুলো ১৩২ দশমিক ৮ মিলিয়ন লাইক পেয়েছে।
দেশের শীর্ষ টিকটকারদের মধ্যে সামিরার পর আছেন জুবায়ের তালুকদার, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, মুজা ও ডা. অনুরাধা দত্ত। সৃজনশীল টিকটক ট্রেন্ডে সবার ওপরে রয়েছে পিক মাই মেকআপ ও ট্র্যাডিশনাল কাচ্চি।