শাকিব-বুবলীর সন্তান: মিষ্টি বিতরণ করলেন ভক্ত

মিষ্টি বিতরণ
মিষ্টি বিতরণ  © সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক শাকিব খানর সন্তান হওয়ার খবর শোনার পর মিষ্টি বিতরণ করলেন এক ভক্ত। লালমনিরহাটের হাতীবান্ধার মনির খান নামে এক তরুণ এই মিষ্টি বিতরণ করেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতীবান্ধার লোকজন ও কয়েকটি দোকানে মিষ্টি বিতরণ করেন এই ভক্ত। স্থানীয়রা বলেন, ভক্ত মনির খান শাকিব-বুবলীর সন্তানের খবরে মিষ্টি কিনে লোকজনের মধ্যে ও দোকানে দোকানে বিতরণ করছেন। মিষ্টি খেতে পেরে সকলেই অনেক খুশি।

মনির খান গণমাধ্যমকে জানান, ছোট থেকে আমি শাকিব খানের ছবি দেখি। তখন থেকে আমার কাছে তিনি প্রিয় নায়ক। যখন শুনতে পেরেছি শাকিব ভাই বুবলীকে বিয়ে করেছেন এবং তাদের সন্তান রয়েছে, তখন অনেক খুশি হয়েছি। তাই খুশিতে সবাইকে মিষ্টি মুখ করিয়েছি।

আরও পড়ুন: এবার টিকটক আইডি খুললেন হাবিবুল বাশার

উল্লেখ্য, সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি, নাম ও বাবার পরিচয় প্রকাশ করেছেন চিত্রনায়িকা বুবলী ও শাকিব খান। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুজনেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের এ খবর দেন

নিজের ফেসবুকে বুবলী লিখেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

বুবলী আরও লিখেন ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’

এর কিছুক্ষণ পরেই শাকিব খান তার ফেসবুকে একই কথা লিখে তার আর শেহজাদের একটি ছবি প্রকাশ করেন।

গত ২৭ সেপ্টেম্বর শাকিব খান এবং অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে বুবলী তার বেবি বাম্পের ছবি প্রকাশ করলে নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। ২৭ সেপ্টেম্বর দুপুরে দেয়া পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। এর নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘থ্রোব্যাক আমেরিকা’।

বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালে। বুবলী যখন শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয় করছিলেন, তখন তার মা হওয়ার গুঞ্জন ওঠে।

সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পাড়ি জমান আমেরিকা। করোনা মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি আমেরিকাতে ছিলেন। গুঞ্জন আছে, আমেরিকাতে সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সেসময়।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence