আবু হেনা রনিকে দেখতে হাসপাতালে আইজিপি

১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:০৬ PM
আবু হেনা রনি ও বেনজীর আহমেদ

আবু হেনা রনি ও বেনজীর আহমেদ © সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটনে গ্যাস বেলুন থেকে বিস্ফোরণে দগ্ধ কৌতুক শিল্পী আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ প্রধান। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে আসেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দগ্ধদের দেখতে ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শনে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ প্রধান ও চিকিৎসকরা।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, দুর্ঘটনায় ২৫ শতাংশ দগ্ধ আবু হেনা রনি ও ১৯ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থা আগের চাইতে ভালো আছে। দুজনই স্ট্যাবল আছে। তাদের অবস্থা ওতটা খারাপ না। তবে দগ্ধ রোগী যতদিন পর্যন্ত না হাসপাতাল থেকে বাড়ি ফিরবে ততদিন শঙ্কামুক্ত বলা যাবে না। সবমিলিয়ে গত কয়েকদিনের চাইতে আজকে আজ তারা অনেকটাই ভালো আছে। গতকাল আমরা মেডিকেল বোর্ড বসে তার চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি। আজকেও আমরা আবার বসবো।

আরও পড়ুন: ফারাজ করিমের আহ্বানে শিক্ষার্থীদের বাসভাড়া কমলো ৪০ টাকা

এ সময় সাংবাদিকদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার তারা। আমি আবু হেনা রনির সঙ্গে কথা বলেছি, সেও আগের চাইতে ভালো বোধ করছে। তাদের দুজনেরই মানসিক শক্তি প্রশংসনীয়। আমাদের বিশ্বাস তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের জন্য আমাদের দিক থেকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, দুর্ঘটনা দুর্ঘটনাই। এটি কখনো ঘোষণা দিয়ে আসে না। রনির সঙ্গে কথা বলে তার কাছ থেকেও শুনতে পেরেছি, বেলুন উড়ে গিয়ে তার সামনে পড়েছে। ওই ঘটনায় পাঁচ মিনিট আগে আমাদের সামনে ছিলো বেলুনগুলো। সেখানেও এটি ঘটতে পারতো। তবে এসব দুর্ঘটনা এড়াতে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। গাজীপুরের পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের কিছু করার থাকলে আমরা অবশ্যই তা করবো।

ট্যাগ: সাহিত্য
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬