প্রথম উপাচার্য পেল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৪ জুন ২০২২, ০৪:৪৫ PM
অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ

অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ © ফাইল ছবি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। তিনি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোছা. রোখছানা বেগম। 

আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০–এর ১০ (১) ধারা অনুসারে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন: চাকরি জাতীয়করণের মানববন্ধনে গিয়ে শিক্ষকের মৃত্যু

অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে জাপান সরকারী বৃত্তির অধীনে পিএইচডি, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে এম. ইঞ্জিনিয়ারিং ইন ফলিত গণিতে ডিগ্রি অর্জন করেন।‌ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে গণিতে স্নাতক (সম্মান) এ ১ম শ্রেণীতে ৪র্থ এবং স্নাতকোত্তর এ ১ম শ্রেনীতে ৩য় স্থান অর্জন করেন।

এই গণিতবিদের ২০টির অধিক গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে এবং ১টি গণিতের আন্তর্জাতিক কংগ্রেসে প্রকাশিত হয়। সাড়ে ৩২ বছরের অভিজ্ঞ এই বরেণ্য অধ্যাপকের তত্ত্বাবধানে ২টি এম. ফিল ডিগ্রি প্রদান করেন এবং বর্তমানে ৩টি পিএইচডি, ১টি এম. ফিল ও ১জন এমএস শিক্ষার্থী গবেষণারত আছেন।

প্রকৃতি প্রেমী অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখ একাধিকবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, ছাত্রকল্যাণ পরিচালক, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।

চব্বিশ প্রমাণসহ নাহিদের আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিয…
  • ২৮ জানুয়ারি ২০২৬
এটুআই প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারক, ক্যাশলেস হচ্ছে বিএমইউ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এনএসইউর স্কুল অব হিউম‍্যানিটিজ অ‍্যান্ড সোশ্যাল সায়েন্স আন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল
  • ২৮ জানুয়ারি ২০২৬
অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে প্রচারণায় কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage