সচেতনতা তৈরীতে হাবিপ্রবি শিক্ষার্থী হাঁটলেন ১৪৫ কিলোমিটার

হাবিপ্রবি শিক্ষার্থী জেবান ও আকাশ
হাবিপ্রবি শিক্ষার্থী জেবান ও আকাশ   © টিডিসি ফটো

পরিবেশ দূষণ রোধ, বৃক্ষরোপণ এবং নিরাপদ সড়কের উপর সচেতনতা বৃদ্ধি করতে মো. জেবানুর রহমান পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন ১৪৫ কিলোমিটার। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৭ ব্যাচের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে মো. জেবানুর রহমান এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।

গত ২৬ ফেব্রুয়ারি ( শনিবার ) সকাল ১০ টায় দিনাজপুরের জিরো পয়েন্ট থেকে যাত্র শুরু করে মো. জেবানুর রহমান। এসময় তার সাথে যাত্রা শুরু করে পীরগঞ্জ সরকারী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রোকন উজ্জামান আকাশ । বাংলাবান্ধা জিরো পয়েন্টে মো. জেবানুর রহমান পৌঁছান রবিবার ( ২৭ মার্চ ) সন্ধ্যা ৭ টায়।

আরও পড়ুন: ঢাবির টিএসসিতে ধর্ষণ, জানে না প্রশাসন

মো. জেবানুর রহমানের কাছে তার এমন উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে এমন উদ্যোগ গ্রহণ করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের চেতনায় উজ্জীবিত হয়ে পরিবেশ দূষণ রোধ, বৃক্ষরোপণ এবং নিরাপদ সড়ক সম্পর্কে মানুষকে সচেতন করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই পথযাত্রায় যেখানেই মানুষ দেখেছি ঠিক সেখানেই এই বিষয় গুলি নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়েছি। তেঁতুলিয়াতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিলো ।

তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন চালানোর সময় অনেক মানুষকে আন্দোলিত করতে পেরেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কিছু মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে তাহলেই আমার উদ্দেশ্য সফলতার মুখ দেখবে। আগামীতে আরো ভালো কাজ করার ইচ্ছা আছে। আমি সকলের কাছে দোয়া চাই যাতে আগামীতে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence