‘ছাত্রলীগ করায় আবরার হত্যায় ফেঁসে গেছে ছেলে’

রাসেলের বাবার সংবাদ সম্মেলনে
রাসেলের বাবার সংবাদ সম্মেলনে  © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মেহেদী হাসান রাসেলকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা রুহুল আমিন। আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাব মিলনায়তনে তিনি সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির পিতা বলেন, আমার ছেলে রাসেল সম্পূর্ণ নির্দোষ। আবরার হত্যার সঙ্গে সে বিন্দুমাত্র জড়িত নয়। আমার ছেলে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে, সে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, এই কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আমার ছেলে ঘটনাস্থলে ছিল না।

আরও পড়ুন: আবরার হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭ জনের জেল আপিল

তিনি আরও দাবি করেন, একজন পিতা হিসেবে আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে আবরার হত্যার সঙ্গে যারা প্রকৃতভাবে জড়িত তাদের শাস্তি চাই। আমার ছেলের মতো কোনও নিরপরাধ যেন এই মামলায় শাস্তি না পায়। আমি এই বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তাদের বিরুদ্ধে ২০১১ নম্বর কক্ষে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ ২২ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

আরও পড়ুন: এই দিনটিতে তীব্র শূন্যতা অনুভব হয়—আবরারের জন্মদিনে ছোটভাই

গত বছরের ৮ ডিসেম্বর এই হত্যাকাণ্ডে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এই হত্যাকাণ্ডে প্রধান আসামি করা হয়েছে মেহেদী হাসান রাসেলকে। তারও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

জানা যায়, রাসেলের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার রাংগারদিয়া গ্রামে। তার বাবা রুহুল আমিন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence