৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

২৯ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ PM
নোবিপ্রবি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

নোবিপ্রবি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

নবম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নোবিপ্রবি কর্মকর্তা-কর্মচারী ফোরাম কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে আবার কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে পে স্কেল আমাদের সবার একটি ন্যায্য দাবি। কর্মকর্তা-কর্মচারীদের জীবন যাত্রার মানোন্নয়ন এবং সুন্দরভাবে পরিবার-পরিজন নিয়ে সংসার করে যাতে সততা, দক্ষতা ও কর্মস্পৃহা নিয়ে অফিস করতে পারে, এ জন্য শতভাগ সম্ভব না হলেও যতটুকু সম্ভব, তা বাস্তবায়ন করে অতি দ্রুত ৯ম পে স্কেল প্রজ্ঞাপন জারির করার জন্য আহ্বান জানাই।’

পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সেকশন অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় নোবিপ্রবি জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সভাপতি এবং হিসাব পরিচালক দপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন (ক) শাখার সেকশন অফিসার মো. নোমান ফারুক, শিক্ষা শাখা রেজিস্ট্রার দপ্তরের কম্পিউটার অপারেটর মো. আব্দুর রহিম, প্রো-ভিসি দপ্তরের সেকশন অফিসার শানে-ই-এলাহি বাবু, রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন (ক) শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিম ভূঁইয়া, সংস্থাপন শাখা রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. ইসমাইল হোসেন, নোবিপ্রবি জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সদস্যসচিব এবং উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্যাহসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে ৫-৬ বছর পরপর পে স্কেল হলেও ২০১৫ সালে ৮ম পে স্কেলের পর আজ ২০২৬ সাল, অর্থাৎ ১১ বছর ধরে কোনো পে স্কেল দেওয়া হয়নি, যা খুবই দুংখজনক। সম্প্রতি পে কমিশন সব কাগজপত্র ও সুপারিশ করার পরেও কোনো এক অদৃশ্য কারণে আমাদের বহুল কাঙ্ক্ষিত পে স্কেল প্রজ্ঞাপন আটকিয়ে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কষ্ট লাঘবে অতি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির করার জন্য আপনার নিকট উদাত্ত আহ্বান জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’

রিট খারিজ, কাল ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই
  • ২৯ জানুয়ারি ২০২৬
ছেলের কবর দেখে নির্বাক সেই জামায়াত নেতার বৃদ্ধ বাবা
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেট দল না গেলেও যাচ্ছে শুটিং দল, সামাজিক যোগাযোগমাধ্যমে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৫ তথ্য চাইল মন্ত্রণালয়
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘ভোট চাওয়ায় রাস্তার মাঝে আমার আম্মাকেও লাঞ্ছিত করা হয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেশে পোঁছেছে ৫৫ হাজার পোস্টাল ব্যালট 
  • ২৯ জানুয়ারি ২০২৬