বিএনপি থেকে বহিষ্কার, খুশিতে মিষ্টি বিতরণ

২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ PM
মিষ্টি বিতরণ করেছেন তাজুল ইসলাম

মিষ্টি বিতরণ করেছেন তাজুল ইসলাম © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়ার খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীনগর বাজার এবং ইউনিয়ন পরিষদ এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে এসব মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয়দের একাংশের মতে, বহিষ্কারের খবরটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করে তাজুল ইসলাম দলীয় সিদ্ধান্তের প্রতি ভিন্নধর্মী এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এর আগে, গত ২৭ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনাসহ আরও বেশ কয়েকজন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই আদেশে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকেও দল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ৩৫ বছর ধরে বিএনপির সাথে ছিলাম।কোন কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কেন বা কী কারণে বহিষ্কার করলো তা জানতে পারিনি। আওয়ামী লীগের সময়ে শ্রীনগর উপজেলায় ১৪টি ইউনিয়নের মধ্যে আমি একমাত্র বিএনপি লোক হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছি।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করছি। কোনো দলের পদ বা পরিচয়ের চেয়ে মানুষের ভালোবাসাই আমার কাছে বড়। তাই ফেসবুকে বহিষ্কারের খবর দেখে আমি মোটেও ভেঙে পড়িনি, বরং নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।

উল্লেখ্য, তাজুল ইসলাম একাধারে তিনি শ্রীনগর উপজেলা, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব, জেলা যুবদলের সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য, পরবর্তীতে শ্রীনগর উপজেলার বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য।

নজরুল কলেজ পরীক্ষাকেন্দ্রে ব্যাপক নকলের অভিযোগ সোহরাওয়ার্দ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
লাল ফিতা সংস্কৃতি চিরতরে ভাঙা হবে, শিল্প মালিকদের অঙ্গীকার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
পাচার করা অর্থ ফিরিয়ে আনলে রাষ্ট্র তাদেরকে আরও সম্মান দেবে:…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই রাষ্ট্রপতির নামে থাকা সরকারি কলেজের নাম পরিবর্তন, প্রজ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬