শাবিপ্রবি

শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার হুমকি শিক্ষকদের

শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার হুমকি শিক্ষকদের
শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার হুমকি শিক্ষকদের  © সংগৃহীত

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিভিন্ন বিভাগের কিছু শিক্ষক ফোনে তাদেরকে আন্দোলন থেকে সরে আসার হুমকি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দল আলোচনার জন্য এলে আন্দোলনরত শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

আরও পড়ুন: শাবি উপাচার্যের মন্তব্যে জাবি শিক্ষক সমিতির ক্ষোভ

আন্দোলনকারর শিক্ষার্থীরা বলেন, বিভাগের শিক্ষকরা ফোন দিয়ে আন্দোলন থেকে সরিয়ে আসতে বলছেন। এমনকি পরে কোনো ধরনের সমস্যা হলে তারা কোনো দায়ভার নিতে পারবে বলে আমাদেরকে ভয় দেখাচ্ছেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোষাধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য সব বিভাগের শিক্ষকরাই ফোনে তাদের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে যদি বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষক তাদের এরকম কথা বলে থাকেন, তাহলে শিক্ষার্থীরা আমাদের নির্দিষ্টভাবে জানালে আমরা ব্যবস্থা নেব।

আরও পড়ুন: শাবি ভিসিকে আইনি নোটিশ

এদিকে, উপাচার্যের পদত্যাগ দাবিতে তার বাসভবনের সামনে অনশন অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত অনশনরত ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪ জন ছাত্রী এবং ১ জন ছাত্র। অসুস্থদের মধ্যে ১ জনকে ওসমানী মেডিকেলে, ১ জনকে মাউন্ট এডোরাতে বাকি ৩ জনকে রাগিব রাবেয়াতে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে গতকাল বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence