আরও ১০ দিন বন্ধ থাকছে কুয়েট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:২৭ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:২৭ PM
আরও ১০ দিন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (১২ ডিসেম্বর) রাতে অনলাইন সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ বিবেচনায় বন্ধের সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
কুয়েট শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মৃত্যু ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হয় ক্যাম্পাসে। সেই পরিস্থিতিতে গত ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা করে প্রশাসন। এছাড়া ৩ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য নির্দেশ দেয়া হয়েছিলো।
আরও পড়ুন- কুয়েট অধ্যাপকের মৃত্যু, উত্তাল ক্যাম্পাস
ওই দিনই কুয়েট শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রতিবেদন জমা দিতে পারেন নি। পরবর্তীতে কমিটি আরও ১০ দিন ক্যাম্পাস বন্ধ রাখার পক্ষে মত দেয়। এর মধ্যেই তারা প্রতিবেদন দেবেন বলেও জানান। তাদের সুপারিশ বিবেচনায় ক্যাম্পাস আরও ১০ দিন বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন- দোষীদের শাস্তি চায় কুয়েট ছাত্রলীগও
গত ৩০ নভেম্বর ছাত্রলীগের মানসিক নির্যাতনের কারণে শিক্ষক ড. মো. সেলিম হোসেনের হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। ড. সেলিম হোসেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট ছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে সেখানে যোগ দেন শিক্ষক সমিতি। তারা দাবি করেন, অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও অভিযুক্তদের শাস্তি চেয়ে বিবৃতি দেন। এদিকে আন্দোলনের মুখে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ জনকে সিাময়িক বহিষ্কার করে প্রশাসন।