বুয়েটে ‘ফ্রন্টিয়ারস ইন সায়েন্স’ শীর্ষক ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ PM
২য় আন্তর্জাতিক সম্মেলন

২য় আন্তর্জাতিক সম্মেলন © সৌজন্য প্রাপ্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফ্রন্টিয়ারস ইন সায়েন্স’ শীরক দুদিনব্যাপী ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এ বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর গ্রিনার ইন্ডাস্ট্রি’। সম্মেলনের লক্ষ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন এবং পরিবেশবান্ধব শিল্পায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য শিক্ষাবিদ, গবেষক, শিল্প বিশেষজ্ঞ ও পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্র করা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, পৃষ্ঠপোষক উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, সম্মেলনের সভাপতি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী, কো-চেয়ার গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম খান এবং সম্মেলনের সেক্রেটারি অধ্যাপক ড. আবু বিন ইমরান।

দুদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে স্বনামধন্য শিক্ষক, বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক এবং শিল্প সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করছেন। পাশাপাশি প্লেনারি, কিনোট ও কন্ট্রিবিউটরি সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিজ্ঞান ও প্রযুক্তির সমসাময়িক বিষয়গুলোতে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

বক্তারা বলেন, বিজ্ঞান শিক্ষার কার্যক্রম জোরদার এবং বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার মধ্যে কার্যকর মেলবন্ধনের মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রযুক্তি উদ্ভাবনের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, এ সম্মেলন বুয়েটে একটি বিশ্বমানের আন্তর্জাতিক ফোরাম তৈরিতে ভূমিকা রাখবে, যা বাংলাদেশের যুগোপযোগী ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিবেশবান্ধব শিল্পের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে এ আয়োজন বুয়েটকে আরও এগিয়ে নেবে বলে মত দেন বক্তারা।

ট্যাগ: বুয়েট
ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স…
  • ২০ জানুয়ারি ২০২৬
চাকরিতে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা ও কর্মচারীর বকেয়া বেতন-ভ…
  • ২০ জানুয়ারি ২০২৬
আরও ৩ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির
  • ২০ জানুয়ারি ২০২৬
ওকস-খালেদের আগুনঝরা বোলিংয়ে লন্ডভন্ড রংপুর
  • ২০ জানুয়ারি ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম এখন ‘নারী ও শিশু মন্ত্রণ…
  • ২০ জানুয়ারি ২০২৬
শিক্ষার লক্ষ্য শুধু বই আর পরীক্ষা নয়, মেধার বহুমাত্রিক গুণা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9