ডুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান  © টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ডুয়েটের বিভিন্ন অনুষদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, তোমরা মেধাবী শিক্ষার্থী; তাই তোমরা যেন সঠিক সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করে প্রকৌশলী হয়ে বের হয়ে যেতে পারো সেই বিষয়ে সচেষ্ট থাকবে। গ্রোবালাইজেশনের এই যুগে পুরো পৃথিবীর গ্রাজুয়েটদের সঙ্গে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তিনি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হয়ে উঠার আহবান জানান।

এ সময় তিনি যাদের ত্যাগ তিতীক্ষার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, বিজয়ের এই মাসে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, তোমরা যেনো সোনার মানুষ হয়ে সেই স্বপ্ন পূরণে অগ্রবর্তি হও। এ সময় তিনি নবীনদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার উপরও গুরুত্বারোপ করেন। করোনাকালীন সময়েও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে অনেকইটাই ক্ষতি পুষিয়ে নিতে পারার জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় ও শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নবীন শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সময়ানুবর্তি হয়ে শৃঙ্খলা মেনে গুরুত্বসহকারে পড়াশোনার মাধ্যমে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার জন্য নবীনদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মখলেসুর রহমান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ জামাল আহমেদ, ডুয়েট ছাত্রলীগের সভাপতি মো. তাইবুর রহমান, সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জি।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence