বিজ্ঞপ্তি দিয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের কথা জানালো বুটেক্স

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি স্থগিত করা হয়েছে। রোববার (৮ আগস্ট) ভর্তি পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুটেক্সের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গত ৫ আগস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির ৫ম সভার সিদ্ধান্ত মোতাবেক, করোনা ভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাওয়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএসসি ইন টেক্সটাইল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২০ আগস্ট ভর্তি পরীক্ষা হচ্ছে না।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য স্থগিত বুটেক্সের ভর্তি পরীক্ষা

এতে আরও বলা হয়েছে, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ১৫ দিন পূর্বে উক্ত পরীক্ষার তারিখ জানানো হবে। ভর্তি পরীক্ষার অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।


সর্বশেষ সংবাদ