ফের বন্ধ হলো বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রম

২৩ এপ্রিল ২০২১, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

চলমান করোনা পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা ফের বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় চলমান ছুটি বর্ধিত করে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে জানুয়ারি’২১ টার্মের ক্লাস অনলাইনে শুরু করলেও করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ঘোষণা করে বুয়েট কর্তৃপক্ষ।

এর মধ্যেই গত ১১ এপ্রিল করোনায় প্রাণ হারান বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক তাইফুর রহমান। চলমান পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুসারে লকডাউনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোয় বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রমও এক সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত ২ জন বুয়েট শিক্ষক প্রাণ হারিয়েছেন। এছাড়া প্রায় ২৫০ এর অধিক শিক্ষার্থী বা তাদের নিকটাত্মীয় কোভিড-১৯ আক্রান্ত রয়েছেন। এর মধ্যে ১০৭ জন শিক্ষার্থী নিজে ও ১৫১ জন শিক্ষার্থীর নিকটাত্মীয় রয়েছেন।

নারীদের ক্রীড়ায় অংশগ্রহণ বাড়াতে পল্লবীতে শুরু হল ব্যাডমিন্ট…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতির নেপথ্যে যে যুক্তি সরকারের
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রথম পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরে যা বললেন…
  • ২৯ জানুয়ারি ২০২৬
চরফ্যাশনে ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬