সাম্প্রতিক বিষয়ে শাবি ছাত্রফ্রন্টের প্রতিবাদ

লোগো
লোগো

লালমনিরহাটে যুবক হত্যা, কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা এবং ধর্মীয় অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. তৌহিদুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউশা রশিদ ইফাজ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, বিগত কয়েকমাস থেকে সারা দেশ ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল ছিল। সরকারী দলের ছাত্র-সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সিলেট এম সি কলেজে গৃহবধূ ধর্ষণের অভিযোগ উঠে। এরই মধ্যেই গত ২৯ অক্টোবর কোরআন অবমাননার গুজবে লালমনিরহাটের পাটগায়ে এক যুবককে পিটিয়ে এবং অগ্নিসংযোগে হত্যা,

কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ধর্মীয় অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বহিষ্কার এর মত অনাকাঙ্খিত ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। এসব হত্যা, সাম্প্রদায়িক হামলা ও বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি এদেশের সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। একটি সমাজে কখনই সকলে একই মতাদর্শের হতে পারে না। ভিন্ন ভিন্ন মানুষের মতে মিল না থাকা- এটি কোন অস্বাভাবিক বিষয় নয়। মানব সমাজে পারস্পরিক সম্পর্ক হচ্ছে দ্বান্দ্বিক। মতের দ্বন্দ্বের মধ্যেই মানব সমাজ এগিয়ে চলে। তবে মতের অমিলের কারণে অন্যের উপর হামলা চালানোর অধিকার কারো থাকতে পারে না।

বিবৃতির মাধ্যমে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার, লালমনিরহাটে পুড়িয়ে হত্যা এবং কুমিল্লায় সংখ্যালঘুদের গৃহে অগ্নিসংযোগকারী ও পরিকল্পনাকারিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। জনগণের প্রতি একে অপরের মতের প্রতি সহিষ্ণু হওয়ার পাশাপাশি, দ্বিমত-ভিন্ন মত প্রকাশ করতে গিয়ে বর্ণবাদী বক্তব্য ও আঘাত করাকে পরিহার করে প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতার অধিকারের জন্যে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ