ডুয়েট সাংবাদিক সমিতির যাত্রা

সভাপতি রাজ ও সম্পাদক সুজন
সভাপতি রাজ ও সম্পাদক সুজন  © টিডিসি ফটো

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) যাত্রা শুরু করলো ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ”ডুয়েট সাংবাদিক সমিতি”। আজ মঙ্গলবার (২৪শে ডিসেম্বর ) বিকাল ৪টায় ডুয়েট সাংবাদিক সমিতির অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহামুদুল হাসান (রাজ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুজন সরকার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ইইই বিভাগের তৌহিদ আহমদ সাকিব।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ডুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, বিভাগ অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম আক্তার, অধ্যাপক আব্দুস সাহিদ, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, মো. রেজাউল করিম, ড. মো. ওয়ালিউর রহমান মিয়া।

এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম তানিম, এমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আফতাবুল ইসলাম, টিই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সুজন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল অ্যাস্ট্রো, দপ্তর ও প্রচার সম্পাদক ইইই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আবদল্লাহ টিপু, অর্থ সম্পাদক হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এফ এইচ ফুয়াদ এবং নির্বাহী সদস্য মাহমুদুল হাসান সোহেল, সুরুনজিৎ সর্দার, সাব্বির আহমেদ, শেখ মোহাম্মদ মুরাদ, তাওহীদুর রহমান তানভীর, নিরব।

নতুন কমিটির বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ও দেশের ভাবমূর্তি উন্নয়নে ডুয়েট সাংবাদিক সমিতি ইতিবাচক কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। সর্বদা সত্যের পথে থেকে ডুয়েটকে বিশ্বের কাছে তুলে ধরবে। সেইসাথে সৃজনশীল ও বস্তুনিষ্ট সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করবে এবং প্রকৌশল শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মতো কঠিন পেশাটা সত্যিই প্রশংসার দাবিদার।

নতুন কমিটির সভাপতি মাহামুদুল হাসান (রাজ) বলেন, গনমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডুয়েটকে আরো সামনে এগিয়ে নিতে চাই। ডুয়েট সাংবাদিক সমিতির অনুমোদন দেয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে পারব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence