অনুতপ্ত হওয়ায় নির্যাতনকারীকে ক্ষমা করে দিলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১১:৫৬ AM , আপডেট: ২২ অক্টোবর ২০১৯, ১১:৫৬ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের (এআইএস) শিক্ষার্থী ফয়সাল সাজিদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগি রাকিবুল রণি।
এ বিষয়ে রণি জানান, "তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ওইদিনের ঘটনাটির জন্য তিনি অনুতপ্ত হয়ে আমার নিকট ক্ষমা চেয়েছেন। আমি ভাই হিসেবে তাকে ক্ষমা করে দিয়েছি এবং অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।" এসময় রণি এটিও নিশ্চিত করেন যে তাকে কোনোরূপ ভয়ভীতি দেখানো হয়নি এবং তিনি স্বেচ্ছায় অভিযোগ প্রত্যাহার করেছেন।
ক্ষমা চাওয়ার বিষয়ে ফয়সাল সাজিদ জানান, "আমি তাকে কোনোরূপ নির্যাতন করিনি, কিন্তু আমিই তাকে রুমে ডেকেছিলাম। ওই রুমে পুরোটা সময় আমি ছিলাম না, সেখানে সে হয়তো অন্যদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। যেহেতু আমি তাকে ডেকেছিলাম আমার দায়িত্ব ছিলো তার নিরাপত্তা নিশ্চিত করা, যেটি আমি পারিনি। একারণে আমি মনে করি এই ঘটনায় আমিও দায়ী। এটি চিন্তা করেই আমি অনুতপ্ত হয়েছি এবং তার নিকট ক্ষমা চেয়েছি।"
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বশেমুরবিপ্রবির রাকিবুল রণি ফেসবুক স্টাটাসে অভিযোগ করেন আবরারের মত তিনিও বিশ্ববিদ্যালয়ের হলে নির্যাতনের শিকার হয়েছিলেন।