সার্ক বিশ্ববিদ্যালয়ে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর স্কলারশিপ

রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী রহমাতুল্লাহ স্কলারশিপ নিয়ে ভারতের নিউ দিল্লীতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে (সার্ক) পড়াশোনার সুযোগ পেয়েছেন।

এর আগে রহমাতুল্লাহ বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এ স্কলারশিপের আওতায় বাংলাদেশ থেকে তিনজন শিক্ষার্থী সমাজবিজ্ঞানের উপর মাস্টার্স ডিগ্রী অর্জন করার সুযোগ পেয়েছেন। এখানে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভূটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের সর্বমোট ৩০ জন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ রয়েছে।

সার্ক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের বিষয়ে রহমাতুল্লাহর জানান, ‘সর্বপ্রথম মহান আল্লাহ তায়া’লা প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ আমার সফলতার পেছনে যাদের অবদান রয়েছে তারা হলেন আমার বাবা-মা, বড় ভাই ও আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী। আমার সফলতার প্রতিদান আমি দেশ ও মানুষের কল্যাণে মেধাকে কাজে লাগিয়ে দিতে চাই।’ সেই সাথে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মজনুর রশিদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। বিগত বছরের ন্যায় এবারও আমাদের একজন শিক্ষার্থী মেধা তালিকায় ও একজন অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। এর পেছনে বিভাগের সকল শিক্ষকের আন্তরিকতা ও পরিশ্রম রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি জানান, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।

প্রসঙ্গত, এর আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনজন শিক্ষার্থী সার্ক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় সুযোগে অধ্যয়নরত রয়েছেন।


সর্বশেষ সংবাদ