পবিপ্রবিতে চতুর্থ দিনের মতো অ্যানিম্যাল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের আন্দোলন
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪৪ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন অ্যানিম্যাল হাজবেন্ড্রি (এএইচ) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
আন্দোলনে লেভেল-১ থেকে লেভেল-৪ সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের কণ্ঠে একটাই স্লোগান ‘কম্বাইন্ড, কম্বাইন্ড’।
আন্দোলনকারীদের একজন, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু বরকতুল্লাহ বলেন, ‘প্রাণীসম্পদ খাতের বাস্তব চাহিদা বিবেচনায় এএইচ ও ডিভিএম একত্রে কম্বাইন্ড ডিগ্রির বিকল্প নেই। এই যৌক্তিক দাবির পক্ষে আমরা আন্দোলনে নেমেছি।’
আরেক শিক্ষার্থী রুফাইদা জেরিন বলেন, ‘নারী শিক্ষার্থীদের সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ কমে যাচ্ছে। কম্বাইন্ড ডিগ্রি চালু হলে এ সমস্যা দূর হবে।’
জানা যায়, গত মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে এ ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। বুধবার থেকে তারা নিয়মিত অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের দাবি করছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।