যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত
মাসে ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি পেতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত "Improving Computer and Software Engineering Tertiary Education Project (ICSETEP)" প্রকল্পের আওতায় যবিপ্রবির সিএসই বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আবেদন আহ্বান করা হয়েছে। ২৭ জুলাই (রবিবার) সিএসই বিভাগের অধ্যাপক এবং আইসিএসইটিইপি প্রকল্পের পরিচালক ড. মোঃ আলম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই যবিপ্রবির সিএসই বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। প্রথম সেমিস্টার এবং তদুর্ধ্ব সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে কোনো শিক্ষার্থী যদি বর্তমানে অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ড গ্রহণ করে থাকেন, তাহলে তিনি এই স্কলারশিপের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
প্রকল্পটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০ হাজার টাকা হারে ছয় মাসের জন্য স্কলারশিপ পাবেন। স্কলারশিপের সময়কাল জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারিত হয়েছে। তবে ফলাফল সন্তোষজনক হলে এটি পরবর্তী ছয় মাস হারে বৃদ্ধি পেতে থাকবে। আগ্রহী শিক্ষার্থীদেরকে নির্ধারিত কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ১২ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে সিএসই বিভাগের অফিসে জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, এই স্কলারশিপ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও মনোনিবেশ করতে উৎসাহিত করবে এবং দেশের সফটওয়্যার ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ICSETEP প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের সুবিধা ও সহায়তা প্রদান করা হচ্ছে।