বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল করা হয় © টিডিসি
ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। এতে অংশ নেন বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে মাগফিরাত কামনা করা হয় নিহতদের জন্য এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার। এ ছাড়া অংশ নেন বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, সোমবার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ চলাকালে একটি বিমান ভেঙে পড়ে। আইএসপিআর সূত্র অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের জন্য শুভকামনা জানানো হয়।