শাবিপ্রবিতে ভিন্ন নামে ‘পোষ্য কোটা’ বহালের সুপারিশ ভর্তি কমিটির

০৪ জুলাই ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:০৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ভিন্ন নামে ‘পোষ্য কোটা’ বহাল রাখতে সুপারিশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি কমিটি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর কোটা-সংক্রান্ত বিষয়ে একটি সুপারিশপত্র দেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুক ও সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

একাধিক সূত্রে জানা যায়, উপাচার্য বরাবর পাঠানো সুপারিশপত্রে কোটা সংস্কারের পক্ষে মতামত দেয় ভর্তি কমিটি এবং পোষ্য কোটা ভর্তির স্থলে ‘সোসাইটিস মেরিট অ্যালোকেশন (এসএমএ)’ লিখার বিষয়টি উত্থাপন করেন। এতে পাঁচ ধরনের কোটা রাখার বিষয় বলা হয়। এ কোটা সমূহ হলো- ‘এথনিক মেরিট অ্যালোকেশন, ডিজেবল মেরিট অ্যালোকেশন, টি-লেবার মেরিট অ্যালোকেশন, স্পোর্টস মেরিট অ্যালোকেশন ও সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশন। 

পোষ্য কোটাসহ সব অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ১৮০তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় কোটায় ভর্তি স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের দাবি ছিল, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শুধু কোটা রাখা যেতে পারে, কিন্তু পোষ্য কোটায় যারা ভর্তি হন, তারা সবাই উচ্চশিক্ষিত পরিবার থেকে আসে। এটা মারাত্মক বৈষম্য।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাজেট কমল ১৩ কোটি, গবেষণা খাতে বাড়ল বরাদ্দ

কোটা স্থগিতের পর প্রশাসন থেকে বলা হয়, ভর্তিতে কোটার ব্যবহার নিয়ে ভর্তি কমিটি অংশীজনদের সঙ্গে কথা বলে যৌক্তিক কোটা রাখা নিয়ে একটি সুপারিশ করবে, সেই আলোকে ভর্তির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভর্তি কমিটি অংশীজনদের সঙ্গে কথা বলেও সুপারিশ করেছে ঠিকই, তবে শিক্ষার্থীদের দাবিকে তোয়াক্কা করেনি ভর্তি কমিটি। পোষ্য কোটাকে শিক্ষার্থীরা অযৌক্তিক বলে বাতিল চাইলেও ভর্তি কমিটি নতুন নামে পোষ্য কোটাকে বহাল রাখতে সুপারিশ করেছে।

এদিকে পোষ্য কোটা বহাল রাখতে উপাচার্যের সঙ্গে বিভিন্ন মাধ্যমে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা যোগাযোগ করছেন বলে জানা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্রমতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষকে সঙ্গে নিয়ে এ নিয়ে কথা বলতে কর্মকর্তা, কর্মচারীরা উপাচার্যের সঙ্গে দেখা করতে যান বলেও নিশ্চিত হওয়া গেছে।

অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী হাফিজুল ইসলাম বলেন, ‘আমরা সব অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানিয়েছিলাম। পোষ্য কোটা অবশ্যই অযৌক্তিক কোটা। এখন যদি এ কোটাকে ভিন্ন নামে চালু করা হয়, সেটা হবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী। যদি এ কোটা আবার চালু হয় তাহলে আমার আবার মাঠে নামব।’

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হচ্ছে সেপ্টেম্বরে

এ বিষয়ে ২০২৪-২৫ সেশনে ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘কোটায় কিছু নাম পরিবর্তন করে ভর্তির ব্যাপারে আমরা একটা সুপারিশপত্র দিয়েছি। আজ অ্যাকাডেমিক কাউন্সিল হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুক বলেন, ‘আমরা একটি সুপারিশপত্র দিয়েছি। এখনো কোনো আপডেট আসেনি।’ পৌষ্য কোটাকে ভিন্ন নামে সুপারিশ করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি এত কথা বলেন কেন? বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘তারা (ভর্তি কমিটি) আমাদের কাছে একটি সুপারিশপত্র পাঠিয়েছে। তা ছাড়া এখানে অনেক কর্মকর্তা এবং শিক্ষক  দীর্ঘদিন ধরে কাজ করে, তাদেরও একটা আশা থাকে ভর্তি করানোর।  আমরা আগামী অ্যাকাডেমিক কাউন্সিলে সেটা বিবেচনা করে দেখব।’

ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9