চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা-ভিত্তিক প্রতিযোগিতা ‘সাইব্লিটজ ১.০’

১৪ জুন ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
চুয়েট লোগো

চুয়েট লোগো © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে গবেষণা-ভিত্তিক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ‘সাইব্লিটজ ১.০’। চুয়েট শাখা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন (আইইইই) এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ পাবেন।

বিশ্বের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান—যেমন স্ট্যানফোর্ড, এমআইটি, কেমব্রিজসহ বহু বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিষয়ক এ ধরনের প্রতিযোগিতা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। সেই ধারা অনুসরণ করেই এবার চুয়েটে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতা। এতে গবেষণাপত্র উপস্থাপনার পাশাপাশি থাকছে পোস্টার প্রদর্শনী পর্বও।

রেজিস্ট্রেশন (নিবন্ধন) চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। মূল প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪০টি নির্বাচিত গবেষণাপত্র উপস্থাপন করার সুযোগ পাবে।

আরও পড়ুন: ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ৫ সফলতা, জানালেন প্রেস সচিব

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ‘তিন মিনিট থিসিস’ নামক বিশেষ পর্ব। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের গবেষণার মূল সারসংক্ষেপ মাত্র তিন মিনিটে সহজ ও আকর্ষণীয় উপস্থাপন করবেন। দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

পোস্টার প্রদর্শনী পর্বে শিক্ষার্থীরা তাদের গবেষণা, পর্যবেক্ষণ বা উদ্ভাবনী ধারণা একটি পোস্টারের মাধ্যমে তুলে ধরবেন। নির্বাচিত শীর্ষ ৪০ শতাংশ দল 'তিন মিনিট থিসিস'-এ অংশগ্রহণের সুযোগ পাবে এবং শীর্ষ ১৫টি দল অংশ নেবে পোস্টার উপস্থাপনায়।

চুয়েট আইইইই শাখার সভাপতি আসিফ মিরাজ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘প্রকৌশল শিক্ষার অন্যতম ভিত্তি হচ্ছে গবেষণা। দেশে প্রকৌশল শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী হলেও তাদের কাজ তুলে ধরার এবং গঠনমূলক মতামত পাওয়ার যথাযথ প্ল্যাটফর্মের ঘাটতি রয়েছে। সাইব্লিটজ ১.০ সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একজন তরুণ গবেষক এই প্রতিযোগিতার মাধ্যমে নিজের গবেষণার মান সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারবেন। একইসাথে, বিজয়ীরা পরবর্তীতে গবেষণার জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রেও সুবিধা পাবেন। পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক গবেষণার পরিসর সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।’

প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় কারিগরি সহযোগিতায় রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন এবং মোট পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা।

ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করুন’: কিউবাকে ট্রাম্পের …
  • ১২ জানুয়ারি ২০২৬
চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9