চুয়েট আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহিদ আবু সাঈদ হল

৩০ মে ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১১:২৬ AM
ট্রফি হাতে শহিদ আবু সাঈদ হল খেলোয়াড়রা

ট্রফি হাতে শহিদ আবু সাঈদ হল খেলোয়াড়রা © টিডিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহিদ আবু সাঈদ হল।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় আন্তঃহল ফুটবলের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হয় শহিদ আবু সাঈদ হল ও কাজী নজরুল ইসলাম হল। সদ্য নাম পরিবর্তন হওয়া এই দুটো হল আগে অনুষ্ঠিত টানা দুবার ফাইনালে উঠে। যেখানে একবার করে চ্যাম্পিয়ন হয় তারা। এবার এই ফাইনাল ছিল নিজেদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দুই দল। ম্যাচে বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ এলেও দুই দলই ব্যর্থ হয় তা কাজে লাগাতে। অতিরিক্ত সময়েও গোল না পাওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এ সময় কাজী নজরুল ইসলাম হলের খেলোয়াড়রা ট্রাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন এবং শহিদ আবু সাঈদ হলের গোলকিপার কাওসার মাহমুদ শিশির দুটি শট ফিরিয়ে দিলে ২-০ ব্যবধানে ম্যাচে জয় নিশ্চিত হয়ে যায় তাদের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, ‘ছাত্রজীবনে আমিও খেলাধুলা করতাম। ফুটবলে আমি মূলত রক্ষণভাগে খেলতাম। খেলায় হারজিত থাকবেই, তবে অংশগ্রহণ করাটাই বড়। চুয়েটে এমন একটি আয়োজনে তোমরা সবাই সহযোগিতা করেছ, সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হয়েছে, এ জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

চ্যাম্পিয়ন দল শহিদ আবু সাঈদ হলের অধিনায়ক মিফতাউজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, চ্যাম্পিয়ন হয়ে অবশ্যই আনন্দিত। চুয়েট-জীবনের শেষ ম্যাচ আন্তঃহল ফাইনাল এবং সেই চূড়ান্ত ম্যাচটা জেতা, এর থেকে ভালো বিদায় আর হতেই পারে না। পুরো টুর্নামেন্টে আমাদের হলের খেলোয়াড়রা খুবই ভালো খেলেছে। আমাদের শিক্ষকরাও খুবই সাপোর্টিভ ছিলেন পুরো টুর্নামেন্টজুড়েই।’

উল্লেখ্য, টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন ওয়ালিউল্লাহ রাকিব। সেরা গোলকিপার হন রাতুল হাসান পারভেজ। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মিফতাউজ্জামান।

১৪ সালে সাজানো নির্বাচন ছিলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের স…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না ইরান
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, বেশি প্রতিযোগী ‘সি’ ইউনিটে
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা …
  • ১৫ জানুয়ারি ২০২৬
৫০ বছর অপেক্ষার পর আফকন ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ সেনেগাল
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9