কুয়েট ভিসি-প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

মুহাম্মাদ মাছুদ ও শেখ শরীফুল আলম
মুহাম্মাদ মাছুদ ও শেখ শরীফুল আলম  © সংগৃহীত

‎খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর ভিসি ও প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (২৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে,সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম এর স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে কুয়েটের ভিসি ড. মুহাম্মাদ মাছুদ এবং প্রো-ভিসি ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়ার ঘোষণা করা হয়। 

‎প্রথম প্রজ্ঞাপনটিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন-২০০৩ এর ধারা ১০(২) অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদে ইতঃপূর্বে নিয়োগকৃত ড. মুহাম্মাদ মাছুদকে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্তে ভাইস চ্যান্সেলর পদের আদেশ প্রত্যাহারপূর্বক তাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

‎দ্বিতীয় প্রজ্ঞাপনটিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন-২০০৩ এর ধারা ১২(২) অনুযায়ী প্রো- ভাইস চ্যান্সেলর পদে ইতঃপূর্বে নিয়োগকৃত ড. শেখ শরীফুল আলমকে  তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্তে প্রো-ভাইস চ্যান্সেলর পদের আদেশ প্রত্যাহারপূর্বক তাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

‎উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত কর্তৃক কুয়েট শিক্ষার্থীরা সন্ত্রাসী হামলার শিকার হয়।নিরাপত্তা দানে ব্যর্থ হওয়ায় ব্যর্থতার দায় নিয়ে ভিসি,প্রোভিসি এবং ডিএসডাবলিউ এর পদত্যাগের কথা বলেন শিক্ষার্থীরা।

‎পরবর্তীতে ভিসি পদত্যাগের জন্য তারা দীর্ঘসময় ধরে আন্দোলন করেন এবং অবশেষে ভিসিকে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসলে শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসির প্রতিনিধিদল কুয়েট পর্যবেক্ষণ করতে যান।তারা শিক্ষার্থীদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence