শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

৮ম আন্তর্জাতিক সম্মেলন
৮ম আন্তর্জাতিক সম্মেলন  © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক সম্মেলন। যেখানে দেশবিদেশের ৪২টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০ জন শিক্ষক এবং ২৮৮ জন শিক্ষার্থী তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্‌বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ৮ম আন্তর্জাতিক সম্মেলন আইসিইআরআই-২০২৫ এর আনুষ্ঠানিকতা।

সম্মেলনে অধ্যাপক ড. রেজা সেলিমের সভাপতিত্বে অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান। 

অনলাইনে যুক্ত হয়ে বক্তব্যে রাখেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং জিআইএলডিএএন’র এইচআর লিড গ্যাব্রিয়েলা মুনোজ।

আয়োজক কমিটির সদস্যরা জানান, আন্তর্জাতিক সম্মেলনটির মূল উদ্দেশ্য প্রযুক্তি, গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবন। এছাড়া বৈজ্ঞানিক উন্নয়ন বিষয়ে দেশবিদেশের গবেষক, প্রকৌশলী, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও মতবিনিময়ের একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা। একই সাথে শিক্ষা ও শিল্প খাতের মধ্যে একটি সুদৃঢ় ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা।

সম্মেলনে চারটি ট্র্যাকের আওতায় বিশ্বের আটটি দেশ—অস্ট্রেলিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত ও বাংলাদেশ-থেকে গবেষক ও শিক্ষাবিদরা মোট ৮৫৩টি গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা দেন। 

প্রাপ্ত সারসংক্ষেপগুলোর ৩৬৮টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রসমূহ উপস্থাপনের জন্য সম্মেলনে মোট ৬৩টি টেকনিক্যাল সেশন আয়োজন করা হয়েছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকবৃন্দ তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করবেন। সম্মেলনে নির্বাচিত গবেষণাপত্রসমূহ জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন এন্ড এডুকেশনের (জেইআরআইই) বিশেষ সংস্করণ এবং স্প্রিঙ্গার কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হবে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে শাবিপ্রবির স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সস এন্ড টেকনোলোজি অনুষদের আয়োজনে দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক সম্মেলনটি। এ বছর অষ্টমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence