মির্জা আজমের এপিএস থেকে জাবিপ্রবির শিক্ষক হওয়া ইলিয়াস বহিস্কার

২৩ এপ্রিল ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM
ইলিয়াস উদ্দিন সানি

ইলিয়াস উদ্দিন সানি © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ইলিয়াস উদ্দিন সানিকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূর হোসেন চৌধুরীর স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

অভিযোগ রয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ইলিয়াস সানি ও তার স্ত্রী আফসানা আক্তার (জাবিপ্রবির সেকশন অফিসার) ছুটির আবেদন না করেই বিদেশে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দেয়।

এছাড়া, ইলিয়াস সানির শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া নিয়েও রয়েছে নানা বিতর্ক। অভিযোগ রয়েছে, তিনি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে প্রবেশ করেন এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, ইলিয়াস সানিকে তারা নিয়মিত ক্লাস নিতে কখনোই দেখেননি। মাঝেমধ্যে তিনি হঠাৎ এক-দুইটি ক্লাস নিয়ে ঢাকায় ফিরে যান। সাধারণত বিশ্ববিদ্যালয়ে বড় কোনো অনুষ্ঠান থাকলে তিনি উপস্থিত থাকতেন, আয়োজন শেষ হলেই চলে যেতেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তিনি মূলত উপাচার্যের দপ্তরে অবস্থান করতেন এবং শিক্ষার্থীরা কোনো অভিযোগ নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে ইলিয়াস সানি নিজেই উপাচার্যকে পাশে বসিয়ে সিদ্ধান্ত দিতেন। তার আচরণে মনে হতো যেন তিনিই উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, কাকে সমর্থন দেবে বিএনপি জোট?
  • ২২ জানুয়ারি ২০২৬
আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি
  • ২২ জানুয়ারি ২০২৬
অনিয়মের অভিযোগ, এসএসসি পরীক্ষার ২০ কেন্দ্র বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৩ মণ জাটকা উদ্ধার, এতিমখানায় বিতরণ
  • ২২ জানুয়ারি ২০২৬
সরকারে গেলে রাসুল (সা.) ন্যায়পরায়নতার ভিত্তিতে দেশ পরিচালনা…
  • ২২ জানুয়ারি ২০২৬