কুয়েটের সেই ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুয়েট লোগো
কুয়েট লোগো   © ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর ১০২ তম (জরুরি) সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার আদেশটি প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়টি ১০২তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসার শাহাদুজ্জামান শেখ।

গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১ তম(জরুরি) সিন্ডিকেট মোতাবেক ২ মে হল আবাসিক হল খোলা এবং ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এছাড়াও সিন্ডিকেট সভায় আগামী ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় বসে কর্তৃপক্ষ।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ