গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির এসি নষ্ট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি  © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরির এসি (এয়ার কন্ডিশনার) ও দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গ্রীষ্মের প্রচণ্ড গরমে লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য দুরূহ হয়ে উঠেছে। তারা দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে লাইব্রেরির সমস্যা দ্রুত নিরসনের জন্য রেজিস্ট্রার বরাবর লিখিত দাবি জানানো হয়। শিক্ষার্থীরা অভিযোগে উল্লেখ করেন, ‘লাইব্রেরির এসি দীর্ঘদিন নষ্ট থাকায় এই গ্রীষ্মে লাইব্রেরিতে পড়াশোনা করা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে উঠেছে। এমতাবস্থায় লাইব্রেরিতে শীততাপ যন্ত্রগুলো পুনঃস্থাপন করে আমাদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করতে সক্ষম হবে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ দ্রুত সময়ের মধ্যে এসি ঠিক করে দেওয়ার।’

এ বিষয়ে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পড়ার জন্য লাইব্রেরি গুরুত্বপূর্ণ স্থান। তাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় তার ব্যাতিক্রম। এখানে পর্যাপ্ত সুবিধা নেই উল্টো, যা আছে তা-ও ঠিকঠাকভাবে কাজ করে না। এসি এত দিন ধরে নষ্ট  তার জন্য আবার শিক্ষার্থীদের দাবি জানিয়ে ঠিক করতে হবে, এটা হাস্যকর ছাড়া কিছু নয়।’

আরও পড়ুন: নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে ইবির নারী শিক্ষার্থীদের মানববন্ধন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, ‘ছাত্ররা নিয়ে এসেছিল। এটা একটু কারেকশন করতে বলছি। এটা তো এসির ব্যাপার, এটা যাবে হচ্ছে প্রশাসনিক বরাবর। কেন্দ্রীয় লাইব্রেরির যেকোনো বিষয় যাবে প্রশাসনিক বরাবর। আমি লাইব্রেরিয়ানের সঙ্গে কথা বলেছি এবং ভিসি স্যারও কথা বলছেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মোহাম্মদ নাছিরুল ইসলাম বলেন, ‘ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ কত দিন সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে (মঙ্গলবার) মিস্ত্রি এসে দেখে গিছে। ওরা একটা হিসাব দেবে।ল আমি সেটার নোট দেব তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, বর্তমানে পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে না নতুন ফ্যান লাগানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence