চাকুরিতে বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে চুয়েটে বিক্ষোভ

২২ এপ্রিল ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
বিক্ষোভ

বিক্ষোভ © টিডিসি ফটো

বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

দাবিগুলো হলো- প্রকৌশল নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া এবং বিএসসি ডিগ্রিধারী হওয়া, কারিগরি দশম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে পারবেনা মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করা। এই তিন দফা দাবি দ্রুত কার্যকর করা।

এ বিষয়ে পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম মিরাজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, দশম গ্রেডের পদটি উপ-সহকারী প্রকৌশলীদের। কিন্তু যারা আসলেই বিএসসি ইঞ্জিনিয়ার, তাঁরাই আবেদন করতে পারে না। আবার অনেকে দশম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে নবম গ্রেডে যাচ্ছে, তাঁদের সেটার যোগ্যতাটাও নেই। কারণ এর জন্য বিএসসি সার্টিফিকেটটা প্রয়োজন, তাঁদের সেটা নাই। তাঁদেরকে একসময় দশম গ্রেডে আবেদন করার সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু পরে তাঁরা পুরোপুরি এটিকে নিজেদের করে নেন। তাই এবার আমরা নিজেদের অধিকার আদায়ে আমরা তিন দফা দাবি নিয়ে আজ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছি।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, আমাদের ৩ দফা দাবি মেনে নেয়া না হলে, এ দেশের মেধাবী সন্তানদের সাথে অন্যায় ও বৈষম্য করা হবে। যদি এই দেশে মেধাবীদের গুরুত্ব দিতে না জানি, তবে মেধাহীন রাষ্ট্র তৈরি হওয়া সময়ের অপেক্ষা মাত্র। আসন্ন হাহাকার থেকে দেশকে বাঁচাতে এখনই প্রকৌশলীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া জরুরি।

ট্যাগ: চুয়েট
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা তিনদিনের সাধারণ ছুটি
  • ২২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনার আলোচিত সেই ইউনওর বদলির আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জ…
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি!
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনি আচরণবিধি মানতে নির্বাচন কমিশনের আহ্বান
  • ২২ জানুয়ারি ২০২৬