জরুরি সভা ডেকেছেন কুয়েট ভিসি

২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
কুয়েট

কুয়েট © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ চলমান অনশন কর্মসূচির প্রেক্ষিতে শিক্ষকদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা ডেকেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। 

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের এক শীর্ষ সূত্র থেকে বিষয়টি জানা গেছে। বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড.  ড. মুহাম্মদ মাছুদকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামের এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং জনসংযোগ দপ্তরে কথা বলতে বলেন। তবে তার শিক্ষার্থীরা ভালো নেই বলে জানান তিনি। 

এদিকে মিটিংয়ের বিষয়ে জানতে চাইলে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম জানান, উপাচার্য এখন মিটিং ডেকেছেন। গত দুই তিনদিনের পরিস্থিতি শিক্ষকদের সাথে ব্রিফ করবেন। অনশনের বিষয়েও সেখানে আলোচনা হবে। 

তিনি আরও জানান, আমরা শিক্ষার্থীদের অনশন ভাঙাতে গিয়েছিলাম। তাদের দাবি দাওয়ার বিষয়ে আলোচনা করতে গিয়েছিলাম। তাদেরকে বলেছিলাম আলোচনার টেবিলে আলোচনা আসার জন্য। তারা আমাদের কথায় সাড়া দেয়নি। এখন বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আমরা তাদের সেবা দেওয়ার চেষ্টা করছি। 

এদিকে উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে বসেছে ৩২ জন শিক্ষার্থী। তারমধ্যে ৩জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

এদিকে আগামীকাল কুয়েটে ইউজিসির একটি প্রতিনিধি দল যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম। 

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা তিনদিনের সাধারণ ছুটি
  • ২২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনার আলোচিত সেই ইউনওর বদলির আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জ…
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি!
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনি আচরণবিধি মানতে নির্বাচন কমিশনের আহ্বান
  • ২২ জানুয়ারি ২০২৬