গণজাগরণ মঞ্চের লাকীকে গ্রেপ্তারের দাবিতে গোবিপ্রবিতে বিক্ষোভ

১২ মার্চ ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
শিক্ষার্থীদের মিছিল

শিক্ষার্থীদের মিছিল © টিডিসি

২০১৩ সালে গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা লাকি আক্তারকে গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

মঙ্গলবার রাত দুইটায় বিশ্ববিদ্যালয়ের লিপুজ ক্যান্টিন থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা৷ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে অবস্থান নেয় এবং সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর’; ‘ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা মিছিল করে, ইন্টেরিম কী করে’; ‘লাকী ধর বস্তায় ভর, নয়াদিল্লি পাচার কর’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা, জনবল সংকটকে দায়ী বোর্ডের

সমাবেশে বক্তারা বলেন, ‘ইন্টেরিমের কাছে প্রশ্ন রাখতে চাই, এই লাকীর মতো ফ্যাসিবাদী হাসিনার দোসর কীভাবে এখনো মুক্ত বাতাসে ঘোরাফেরা করছে। এই লাকী ও তার দোসররা ২০১৩ সালে যারা বিচারহীনতার সংস্কৃতি কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল। অবিলম্বে যারা আজ পুলিশের ওপর হামলা করেছে, তাদেরসহ লাকি আক্তারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই লাকী আক্তারদের বিচার এই বাংলাদেশে অবশ্যই করতে হবে। সে যেন হাসিনার মতো কোনোভাবেই ভার‍তে পালাতে না পারে।’

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগের ভাইভা শুরুর তারিখ জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
  • ২৩ জানুয়ারি ২০২৬