রুয়েটে শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করল প্রশাসন

পূর্বের শেখ হাসিনা হল
পূর্বের শেখ হাসিনা হল  © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ছাত্রীদের আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। আজ ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘দেশরত্ন শেখ হাসিনা হল’ এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ করা হয়েছে। গত ১০৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক গঠিত অনুসন্ধান কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং রুয়েটের ছাত্রীদের মতামত বিবেচনা করে এ সিদ্ধান্ত পাশ হয়েছে।

রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘রুয়েটের আবাসিক হলের নাম পরিবর্তন সংক্রান্ত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ১০৭তম সিন্ডিকেট সভায় হলের নাম পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করা হয়। এতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব করা হয়। কমিটির সদস্যগণ কিছু নাম যাচাই-বাছাই করে ও রুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকেও হলের নাম প্রস্তাব করা হয়। ছাত্রী হলের শিক্ষার্থীদের অধিকাংশের মতামতকে প্রাধান্য দিয়ে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হল নামটি সিন্ডিকেটে গৃহীত হয়।’

উল্লেখ্য, ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনা ও তার পরিবারবর্গের নামে থাকা হলগুলোর নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরেকটি হল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ এর নাম পরিবর্তনের বিষয়েও রুয়েট প্রশাসনের নিকট আবেদন করা হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব ও নারীশিক্ষার পথিকৃৎ। তিনি অনেকটা নিজের অদম্য ইচ্ছার কারণে শিক্ষিত হন। শিক্ষা, সমাজকল্যাণ ও সেবা ব্রতে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন তা ইতিহাসে বিরল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence