হাবিপ্রবিতে ৫ দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

০৪ মার্চ ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা

প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা © টিডিসি

ক্রেডিট ফি কমানো, ছাত্র সংসদের কার্যক্রম শুরু না হলে সংসদীয় ফি স্থগিতসহ ৫ দফা দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পূর্বঘোষণা অনুযায়ী সমবেত হতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা লাগাতে গেলে প্রশাসনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আন্দোলনরতরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবিগুলো সমাধানের আশ্বাস দেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো ক্রেডিট ফি ৮০ টাকা নির্ধারণ, সেমিস্টার ডিউরেশন ৪-৫ মাস, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাডেমিক কার্যক্রম পরিচালনা, ছাত্র সংসদের কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত সংসদীয় ফি স্থগিত ও পরীক্ষা শেষের ১ সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রদান।

আরও পড়ুন: নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাবির সাবেক অধ্যাপক সি আর আবরার, শপথ কাল

আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাষ্যমতে, এক সেমিস্টারের রেজাল্ট প্রকাশ হয় পরের সেমিস্টারের এনরোলমেন্টের আগে। তখন কারও রেজাল্ট খারাপ হলে তা রিকভারের সুযোগ থাকেনা। এ ছাড়া অতিরিক্ত ক্রেডিট ফি ও অকার্যকর ফিগুলো বাতিলের দাবি শিক্ষার্থীদের। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সামসুজ্জোহা বলেন, ‘আগামীকাল দুপুর ১২টায় আমরা বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনার জন্য শিক্ষার্থীদের সঙ্গে বসব। আশা করছি আমরা সুষ্ঠু সমাধানের দিকে যেতে পারব।’

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬