পাবিপ্রবিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ

প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়
প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়  © টিডিসি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য ‘ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) কর্মশালা শেষে সনদ বিতরণ করা হয়। 

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে রিসোর্স পারসন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেছেন নাটোর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মো. আমির হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্য়কস দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. গোলজার হোসেন।

আরও পড়ুন: কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘ক্রয়-সংক্রান্ত বিষয়ে নিয়মনীতি অনুসরণ করতে হবে। যেকোনো বিষয়ে আমাদের আইন জানা থাকলে কাজ করা সহজতর হয়ে থাকে। নিজের কাজকে জেনে-বুঝে সততা ও স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করতে হবে। প্রশিক্ষণের মধ্য দিয়ে এসব বিষয়ে স্বচ্ছ ধারণা নিতে হবে। প্রতিটি কাজকে সঠিক ও সুন্দরভাবে আইন জেনে করতে হবে। বিশ্ববিদ্যালয়কে নিজের মধ্যে ধারণ করতে হবে।’

পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কর্মশালাটি সঞ্চালনা করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন।

প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাদের সনদ বিতরণ করছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence