রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি দেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, গণস্বাক্ষর

ছাত্রদলের কমিটি দেওয়ার প্রতিবাদে জাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ছাত্রদলের কমিটি দেওয়ার প্রতিবাদে জাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ছাত্র-শিক্ষকসহ সব দলের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্রদলের কমিটি দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার দুপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা “নিষিদ্ধ নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ’, ‘রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘অ্যাকশান টু অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান’, ‘রাজনীতির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশান’, ‘রাজনীতির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘এক দফা এক দাবি, রাজনীতিমুক্ত জাবিপ্রবি’সহ নানান শ্লোগান দেন তারা।

মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এরপর উপাচার্যের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় নাম ও লোগো ব্যবহার করে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও নিষিদ্ধ থাকা ছাত্র রাজনীতি জোরালোভাবে কার্যকরের দাবি জানান তারা।

আবদুল্লাহ আল মিনহাজ নামে ইইই বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘এর আগে আমরা ছাত্রলীগের যে পৈশাচিক রূপ দেখেছি, সেটা আর দেখতে চাই না। আমরা সাধারণ শিক্ষার্থী সব সময় ভুক্তভোগী। আমাদের দেশের যে অসুস্থ ও লেজুড়বৃত্তিক রাজনীতি, তা শিক্ষার্থীদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। হোক সেটা ছাত্রদল বা ছাত্রশিবির, ছাত্রলীগ।’

আরো পড়ুন: ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন কুয়েট শিক্ষার্থীরা

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ফাহিম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে কার্যক্রম করেছে, ৫ আগস্টের পর জাবিপ্রবির ক্যাম্পাসে রাজনীতি চলবে, সেটা আমরা চাই না। আমরা চাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস। আমাদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। ভিসি স্যারের কাছে অনুরোধ করব, তিনি যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করেন। ’

উল্লেখ, রাজনীতি নিষিদ্ধ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ৩৮ সদস্যের আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি দেওয়া হয়। 

এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জোরালো হয়। গত ৯  আগস্ট জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অফিস আদেশের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরণের রাজনৈতিক ও ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence