ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, নোবিপ্রবি শিক্ষক বরখাস্ত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়। সেটি আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়।
শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তামজিদ হোছাইন চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজ বিভাগেরই এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী এবং অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নিয়েছেন। কমিটির প্রতিবেদন ও সুপারিশের আলোকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দাপ্তরিক আদেশে বলা হয়, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সুপারিশ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮ অনুযায়ী বিভিন্ন আইনি পর্যায় চলমান থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এর আগে গত ৩০ অক্টোবর অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।