নানা আয়োজনে মাভাবিপ্রবিতে সরস্বতী পূজা উদ্যাপন
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ PM

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। জ্ঞান, বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আশীর্বাদ লাভের আশায় সনাতন শিক্ষার্থীরা এ পূজার আয়োজন করেন।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল সংলগ্ন মাঠে পূজার আয়োজন করা হয়। সকাল সাড়ে সাতটায় দেবীর প্রতিমা স্থাপন, পূজা অর্চনা শুরু হয়। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে দেবীর চরণে প্রার্থনা জানায় এবং বিদ্যা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কামনা করে।
পূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলোকসজ্জা ও রঙিন রঙ্গোলি তৈরি করে পূজার পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তোলে। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি পূজা কমিটির আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সরস্বতী পূজা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, বিদ্যার দেবী সরস্বতী। তাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিবেদিত এই পূজা। তাদের শিক্ষা জীবন হোক সুন্দর ও সার্থক, জ্ঞানের আলোয় আলোকিত হোক। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র।
পূজা কমিটির আহ্বায়ক ড. অনিমেষ সরকার বলেন, বিদ্যা, জ্ঞান ও সৃজনশীলতার দেবী মা সরস্বতীর আশীর্বাদে আমাদের মন হোক আলোকিত, জ্ঞানচর্চায় উন্মোচন হোক নতুন দিগন্ত। আজকের এই পূজার অনুষ্ঠান সফলভাবে আয়োজিত হওয়ার জন্য আমি আমাদের সকল শিক্ষার্থী আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম ও উৎসাহের ফলেই এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে।