চুয়েটে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়টির সকল ডীন, পরিচালক,  রেজিস্ট্রার,  বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৮ সেপ্টেম্বর  (রবিবার) হতে বিশ্ববিদ্যালয়টির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। এছাড়াও স্থগিত টার্ম ফাইনাল পরীক্ষাসমূহ আগামী ১৫ সেপ্টেম্বর হতে শুরু হবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ